"অন্যায়ের পরও ভদ্রতার সীমা অতিক্রম করিনি" — উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান আন্দোলন এবং তা ঘিরে বিএনপি নেতা ইশরাক হোসেনের মন্তব্যের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “অনেক নোংরামির পরও গত দেড় মাসে একবারের জন্যও আমি ভদ্রতার সীমা অতিক্রম করিনি।” বুধবার (২৫ জুন) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি লিখেছেন, “অকারণে আমার ছবিতে জুতা মারা হয়েছে, গুজবের ভিত্তিতে আমার পিতাকে ‘চালচোর’ বলে শ্লোগান দেওয়া হয়েছে। এই জন্য কেউ কি ক্ষমা চেয়েছে? সরকার পক্ষ থেকে যখন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়, তখন যারা তা দম্ভভরে প্রত্যাখ্যান করেছে—ভোগান্তির জন্য তারা কি অনুতপ্ত হয়েছে?” তিনি আরও বলেন, “নগর ভবন বন্ধ করে ১ কোটির বেশি নগরবাসীকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, তাতে কি কেউ দুঃখ প্রকাশ করেছে? নগর ভবন দখল কেন্দ্রিক সংঘর্ষে নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনায় কি কেউ দুঃখ প্রকাশ করেছে? ইশরাক হোসেন যে বক্তব্য দিচ্ছেন, তাতে উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তকে পাশ কাটিয়ে আমাকে ব্যক্তিগতভাবে বারবার আক্রমণ করা হয়েছে। এমনকি আমার পরিবারকে হুমকি, জবাই করার শ্লোগান, অব্যাহত মানহানিমূলক মন্তব্য—এসবের জন্য কেউ কি একবারও দুঃখপ্রকাশ করেছে?”
তিনি লেখেন, “আমি শুধু বলেছি, কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে। এটা সত্য, এবং ইশরাক হোসেনও তা জানেন। তাকে একটি কৌশলগত ‘চাপের মধ্যে’ ফেলা হয়েছে, যাতে আলোচনার পথ আরও কঠিন হয়—এ কথা তিনি আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছেও স্বীকার করেছেন।” আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও লেখেন, “আমি একবারও ব্যক্তিগত আক্রমণ করিনি, কাউকে ছোট করে কিছু বলিনি। আমার রাজনীতি, পথচলা কিংবা পারিবারিক শিক্ষা—কোনোটাই আমাকে সেই আচরণ শেখায়নি। আমি ধৈর্য ধরেছি, জবাব দিইনি। তবে কেউ যেন না ভাবে এসব অন্যায়ের জবাব পাওয়া যাবে না। ইতিহাস সবাইকে তার প্রাপ্য জবাব সময়মতো দিয়ে দেয়।”