None
Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 ইয়াদিয়া GT60 ও E8S200 ইলেকট্রিক স্কুটারের আনুষ্ঠানিক হ্যান্ডওভার সম্পন্ন 🔴 গ্রাহকের আস্থা, স্বচ্ছতা ও আধুনিকতায় নতুন দিগন্তের সূচনা 🔴 বাংলাদেশ প্রস্তুত এশিয়া কাপে, নেদারল্যান্ডসের নজর বিশ্বকাপে। 🔴 জামায়াত কি ইসলামি দলগুলোর সঙ্গে জোট গঠনে সক্ষম হবে? 🔴 মাত্র ৯ দিন বাকি থাকতেই প্রিমিয়ার লিগে দলবদলের রেকর্ড গড়লেন। 🔴 যুক্তির আলোকে ২৫ বছর ধরে ‘নৈয়ায়িক’ পথচলা। 🔴 আজও ঢাকার বাতাস সহনীয় মাত্রায় রয়েছে। 🔴 পুরুষদের তুলনায় নারীদের কেন বেশি ঘুম প্রয়োজন হয়? 🔴 এবার ৪৬ বছরের ইমরান তাহিরের ঘূর্ণি জাদুর কাছে নত হতে হলো সাকিবদের। 🔴 ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটে গেছে লাখো ইসরাইলি। 🔴 গাজায় ইসরাইলের হামলায় নিহতদের মধ্যে ৮৩ শতাংশই বেসামরিক নাগরিক। 🔴 খাদ্য মূল্যস্ফীতির কারণ ব্যাখ্যা করল জিইডি। 🔴 সব বিদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। 🔴 খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 🔴 ৩০ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২৮ হাজার ৮৮৯ কোটি টাকার রেমিট্যান্স। 🔴 ইলেক্টোরাল কমিশন ৫২ জন কর্মকর্তাকে আরও বদলি করেছে। 🔴 ট্রাম্প বলেছেন, তার স্ত্রী পুতিনকে পছন্দ করেন। 🔴 ট্রাম্পের মন্তব্য নিয়ে মোদির সমালোচনায় মুখর রাহুল গান্ধী 🔴 আইনশৃঙ্খলা কমিটির সভা চলার সময় ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। 🔴 ৫ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার 🔴 এক বছরে আইন মন্ত্রণালয়ের কর্মসম্পাদনের সংক্ষিপ্ত বিবরণ। 🔴 ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ বিজয়! 🔴 নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা বসানো হয়েছে, দাবি ইরানি এমপির। 🔴 গভর্নর সুদের হার কমতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন। 🔴 সেই রিয়াদের আরেকটি বাসার সন্ধান মিলেছে, যেখানে পাওয়া গেছে নগদ টাকা। 🔴 ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসকের ছদ্মবেশে প্রতারণার অভিযোগে দুই যুবক আটক হয়েছে। 🔴 EXIM ব্যাংক: বাংলাদেশের সম্ভাবনার আর্কিটেক্ট, “Together Towards Tomorrow”-এর দৃশ্যমান বাস্তবায়ন 🔴 নুহাশের ‘২ষ’ কানাডা স্টেজে: স্বদেশী গল্পে আন্তর্জাতিক ভাব 🔴 ব্রাজিলের ওপর কঠোর শুল্ক চাপালেন ট্রাম্প 🔴 রোনালদোর ঝলকেই মৌসুম শুরু করল আল-নাসর, ফেলিক্সও যুক্ত হলেন সৌদি ক্লাবে 🔴 শহীদ মিনারের পরিবর্তে আগামী ৩ আগস্টের ছাত্র সমাবেশটি শাহবাগে আয়োজন করা হবে বলে জানিয়েছে ছাত্রদল। 🔴 জাতীয় লিগে ভালো পারফরম্যান্স করলে বিশ্বকাপের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 🔴 সীমিত সময়ের মধ্যে ড্রেন নির্মাণ শেষ না হওয়ায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন শহরবাসী। 🔴 রাহুল গান্ধীর সংসদে চ্যালেঞ্জ: ‘ট্রাম্প যদি মিথ্যা বলে থাকেন, মোদি তা প্রকাশ্যে বলুন’ 🔴 সাবেক আইজিপি ব্যারিস্টার আরমানকে আটকে রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। 🔴 স্থিতিশীল আয়, প্রযুক্তিনির্ভর সেবা ও ইসলামী ব্যাংকিংয়ের শক্ত ভিত গড়ে তুলেছে এক্সিম ব্যাংক 🔴 গরুর গোয়ালঘর গড়ে উঠেছে পবিত্র স্থানে, ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত, তদন্তেও ঢিলেমি। 🔴 ‘জুলাই ঘোষণাপত্র’ সম্পর্কে সর্বশেষ তথ্য জানিয়েছেন মাহফুজ আলম। 🔴 খালেদা জিয়ার জন্য একাধিক ভিসা চেয়ে আবেদন করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। 🔴 আসিফ মাহমুদ বলেছেন, দায়িত্ব হস্তান্তর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হবে। 🔴 এই কারণে নীলা ইস্রাফিল এনসিপির সঙ্গে তার সম্পর্ক শেষ করেছেন। 🔴 খ্যাতির আড়ালে চাপা পড়ে থাকা নিজের অসহায় জীবনের করুণ বাস্তবতা তুলে ধরলেন প্রিয়াংকা। 🔴 সমাজসেবা অধিদপ্তর অনুমোদিত সংগঠনের জমিও রক্ষা পেল না। জাল রেজুলেশন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বিক্রির লোমহর্ষক কাহিনি। 🔴 শাবনূর খুশির খবর জানিয়ে লিখেছেন, “আলহামদুলিল্লাহ”। 🔴 লিটনদের ছক্কার কৌশল শেখাতে যে কোচকে আনছে বিসিবি, তার নাম ঘোষণা করতে চলেছে বোর্ড। 🔴 নিউইয়র্কে আফিয়া সিদ্দিকিকে ‘জাতির কন্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। 🔴 যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। 🔴 ‘ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন’-এই দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে চাপ দিতে সংসদে বিল আনার ঘোষণা দিয়েছে এসএনপি।

সচিবালয় বহুমুখী সমবায় সমিতিতে অনিয়মের কোনো দৃষ্টান্তই বাদ পড়েনি।

প্রতিবেদকঃ অরণ্য প্রতিবেদক
প্রকাশিতঃ ১২:০১ পিএম, ০৬ জুলাই ২০২৫
সচিবালয় বহুমুখী সমবায় সমিতিতে অনিয়মের কোনো দৃষ্টান্তই বাদ পড়েনি।

বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সমবায় অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে লুটপাটের নানাবিধ দৃষ্টান্ত। তদন্ত প্রতিবেদনে ধারাবাহিক তছরুপের চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচিত ও অনির্বাচিত উভয় পরিচালকরাই সমানভাবে সমিতির অর্থ আত্মসাতে যুক্ত ছিলেন। প্রতি কমিটি পূর্ববর্তী কমিটির আয়-ব্যয়ের হিসাব গ্রহণ করেনি। ৪৮.৫ কাঠা জমি সাবেক নেতারা আত্মসাৎ করেছেন। প্রতিদিন ক্যান্টিনে লাখ টাকার পণ্য বিক্রি হলেও সমিতি লাভবান হয় না; বরং রয়েছে ২৯ লাখ টাকার গ্যাস বিল ও পাইকারি দোকানে কয়েক লাখ টাকার বাকি। অবসরপ্রাপ্ত ও মৃত সদস্যদের নাম ব্যবহার করে শেয়ার বিক্রির মাধ্যমে ২৬ লাখ টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে ব্যবস্থাপনা কমিটি। প্রতিবেদন অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ৫০ বছরে কোনো নিয়োগবিধি তৈরি না হওয়ায় ৩৩ জন কর্মচারীর বেতন ও বোনাস বকেয়া পড়েছে। চলতি বছরের জানুয়ারিতে তদন্ত কর্মকর্তা রমনা থানার সমবায় ও কেরানীগঞ্জ উপজেলার সমবায় কর্মকর্তার যৌথ তদন্তে এসব তথ্য উঠে আসে। কমিটিগুলোর ধারাবাহিক গাফিলতিকে এসব অনিয়মের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুরোনো কমিটিরা দায় এড়াতে পারে না এবং ২০২৩ সালের ১৬ মার্চ নির্বাচনে গঠিত ব্যবস্থাপনা কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে তদন্ত কমিটি। আইনসিদ্ধ না হওয়া ভোটার তালিকার ভিত্তিতে হওয়ায় ওই কমিটি বাতিলের সুপারিশ করা হয়েছে। বার্ষিক অডিট না করাকে গুরুতর অনিয়ম হিসেবে দেখানো হয়েছে এবং বিধিবহির্ভূতভাবে সদস্য করা দুই হাজার ৩১ জনের সদস্যপদ বাতিলের প্রস্তাব করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, আয়ের ঘাটতির কারণে কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে মাসে ২২ লাখ টাকার বিক্রির পরও কেন লাভ হয় না, তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। অবসরপ্রাপ্ত ও মৃত সদস্যদের শেয়ার বিক্রির টাকার বিষয়েও তিনি নিজের দায় অস্বীকার করেছেন। নথি পর্যালোচনায় জানা গেছে, ১৯৫৯ সালে গঠিত সমিতির সদস্য সংখ্যা এখন ১৭ হাজারের বেশি। ক্যান্টিন, দোকান, বেকারি, স্টেশনারি ও অন্যান্য স্টলের মাধ্যমে বিপুল আয় হলেও লাভ হয় না। অথচ বিদ্যুৎ-পানি বিল ছাড়াই ক্যান্টিন পরিচালিত হয়; শুধু গ্যাস বিল দিতে হয়। গাজীপুরে কেনা ৪৮.৫ কাঠা জমি সাবেক নেতারা নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন এবং কেউ ঘরবাড়ি তৈরি করে, কেউ তা বিক্রি করে ফেলেছেন। প্রায় ৯ কোটি ৭০ লাখ টাকা মূল্যের সম্পত্তি ব্যক্তিগতভাবে ভোগ করছেন তারা। দলিলপত্র নেই বললেই চলে। কেউ এসব নিয়ে অনুসন্ধান বা তদন্ত করেননি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হিসাব হস্তান্তরের কোনো রেওয়াজ নেই। সদস্য তালিকা হালনাগাদ করা হয় না। বিধিবহির্ভূতভাবে শেয়ার ও ভর্তি ফি ছাড়া সদস্যপদ দেওয়া হয়েছে। সাধারণ সভার আয়োজন, বাজেট অনুমোদন ও অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়মিত লঙ্ঘন করা হয়েছে। বর্তমান কমিটিও ব্যয় নির্বাহ করেছে সাধারণ সভার অনুমোদন ছাড়াই। তাদের কাছে এসব ব্যয়ের অর্থ ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে। সমিতির দীর্ঘদিনের ম্যানেজার রুহুল আমিন জানান, কেউ প্রকৃতপক্ষে কল্যাণে কাজ করেনি; বরং প্রতিদিনের আয় আত্মসাৎ করা হয়েছে। সর্বশেষ গঠিত কমিটিই সবচেয়ে বেশি অনিয়ম করেছে বলে মন্তব্য করেন তিনি। সমিতির শেয়ার বিক্রির আয়ে ২৬ লাখ টাকার মধ্যে মাত্র ১০০ টাকা ফান্ডে জমা রেখে বাকি টাকা পরিচালকরা জনপ্রতি ১.৫ লাখ করে ভাগ করে নিয়েছেন।

বাংলাদেশ প্রস্তুত এশিয়া কাপে, নেদারল্যান্ডসের নজর বিশ্বকাপে।
বাংলাদেশ প্রস্তুত এশিয়া কাপে, নেদারল্যান্ডসের নজর বিশ্…
জামায়াত কি ইসলামি দলগুলোর সঙ্গে জোট গঠনে সক্ষম হবে?
জামায়াত কি ইসলামি দলগুলোর সঙ্গে জোট গঠনে সক্ষম হবে?
মাত্র ৯ দিন বাকি থাকতেই প্রিমিয়ার লিগে দলবদলের রেকর্ড গড়লেন।
মাত্র ৯ দিন বাকি থাকতেই প্রিমিয়ার লিগে দলবদলের রেকর্…
পুরুষদের তুলনায় নারীদের কেন বেশি ঘুম প্রয়োজন হয়?
পুরুষদের তুলনায় নারীদের কেন বেশি ঘুম প্রয়োজন হয়?
এবার ৪৬ বছরের ইমরান তাহিরের ঘূর্ণি জাদুর কাছে নত হতে হলো সাকিবদের।
এবার ৪৬ বছরের ইমরান তাহিরের ঘূর্ণি জাদুর কাছে নত হ…
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটে গেছে লাখো ইসরাইলি।
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটে গেছে লা…
গাজায় ইসরাইলের হামলায় নিহতদের মধ্যে ৮৩ শতাংশই বেসামরিক নাগরিক।
গাজায় ইসরাইলের হামলায় নিহতদের মধ্যে ৮৩ শতাংশই বেসা…
ট্রাম্প বলেছেন, তার স্ত্রী পুতিনকে পছন্দ করেন।
ট্রাম্প বলেছেন, তার স্ত্রী পুতিনকে পছন্দ করেন।
ট্রাম্পের মন্তব্য নিয়ে মোদির সমালোচনায় মুখর রাহুল গান্ধী
ট্রাম্পের মন্তব্য নিয়ে মোদির সমালোচনায় মুখর রাহুল গান্…
ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ বিজয়!
ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ বিজয়!
নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা বসানো হয়েছে, দাবি ইরানি এমপির।
নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা বসানো হয়েছে, দাবি…
সেই রিয়াদের আরেকটি বাসার সন্ধান মিলেছে, যেখানে পাওয়া গেছে নগদ টাকা।
সেই রিয়াদের আরেকটি বাসার সন্ধান মিলেছে, যেখানে পাও…
নুহাশের ‘২ষ’ কানাডা স্টেজে: স্বদেশী গল্পে আন্তর্জাতিক ভাব
নুহাশের ‘২ষ’ কানাডা স্টেজে: স্বদেশী গল্পে আন্তর্জাতিক …
ব্রাজিলের ওপর কঠোর শুল্ক চাপালেন ট্রাম্প
ব্রাজিলের ওপর কঠোর শুল্ক চাপালেন ট্রাম্প
রোনালদোর ঝলকেই মৌসুম শুরু করল আল-নাসর, ফেলিক্সও যুক্ত হলেন সৌদি ক্লাবে
রোনালদোর ঝলকেই মৌসুম শুরু করল আল-নাসর, ফেলিক্সও যু…
আরো পড়ুন »

দেশজুড়ে এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।