None
Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 ইয়াদিয়া GT60 ও E8S200 ইলেকট্রিক স্কুটারের আনুষ্ঠানিক হ্যান্ডওভার সম্পন্ন 🔴 গ্রাহকের আস্থা, স্বচ্ছতা ও আধুনিকতায় নতুন দিগন্তের সূচনা 🔴 বাংলাদেশ প্রস্তুত এশিয়া কাপে, নেদারল্যান্ডসের নজর বিশ্বকাপে। 🔴 জামায়াত কি ইসলামি দলগুলোর সঙ্গে জোট গঠনে সক্ষম হবে? 🔴 মাত্র ৯ দিন বাকি থাকতেই প্রিমিয়ার লিগে দলবদলের রেকর্ড গড়লেন। 🔴 যুক্তির আলোকে ২৫ বছর ধরে ‘নৈয়ায়িক’ পথচলা। 🔴 আজও ঢাকার বাতাস সহনীয় মাত্রায় রয়েছে। 🔴 পুরুষদের তুলনায় নারীদের কেন বেশি ঘুম প্রয়োজন হয়? 🔴 এবার ৪৬ বছরের ইমরান তাহিরের ঘূর্ণি জাদুর কাছে নত হতে হলো সাকিবদের। 🔴 ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটে গেছে লাখো ইসরাইলি। 🔴 গাজায় ইসরাইলের হামলায় নিহতদের মধ্যে ৮৩ শতাংশই বেসামরিক নাগরিক। 🔴 খাদ্য মূল্যস্ফীতির কারণ ব্যাখ্যা করল জিইডি। 🔴 সব বিদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। 🔴 খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 🔴 ৩০ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২৮ হাজার ৮৮৯ কোটি টাকার রেমিট্যান্স। 🔴 ইলেক্টোরাল কমিশন ৫২ জন কর্মকর্তাকে আরও বদলি করেছে। 🔴 ট্রাম্প বলেছেন, তার স্ত্রী পুতিনকে পছন্দ করেন। 🔴 ট্রাম্পের মন্তব্য নিয়ে মোদির সমালোচনায় মুখর রাহুল গান্ধী 🔴 আইনশৃঙ্খলা কমিটির সভা চলার সময় ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। 🔴 ৫ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার 🔴 এক বছরে আইন মন্ত্রণালয়ের কর্মসম্পাদনের সংক্ষিপ্ত বিবরণ। 🔴 ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ বিজয়! 🔴 নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা বসানো হয়েছে, দাবি ইরানি এমপির। 🔴 গভর্নর সুদের হার কমতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন। 🔴 সেই রিয়াদের আরেকটি বাসার সন্ধান মিলেছে, যেখানে পাওয়া গেছে নগদ টাকা। 🔴 ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসকের ছদ্মবেশে প্রতারণার অভিযোগে দুই যুবক আটক হয়েছে। 🔴 EXIM ব্যাংক: বাংলাদেশের সম্ভাবনার আর্কিটেক্ট, “Together Towards Tomorrow”-এর দৃশ্যমান বাস্তবায়ন 🔴 নুহাশের ‘২ষ’ কানাডা স্টেজে: স্বদেশী গল্পে আন্তর্জাতিক ভাব 🔴 ব্রাজিলের ওপর কঠোর শুল্ক চাপালেন ট্রাম্প 🔴 রোনালদোর ঝলকেই মৌসুম শুরু করল আল-নাসর, ফেলিক্সও যুক্ত হলেন সৌদি ক্লাবে 🔴 শহীদ মিনারের পরিবর্তে আগামী ৩ আগস্টের ছাত্র সমাবেশটি শাহবাগে আয়োজন করা হবে বলে জানিয়েছে ছাত্রদল। 🔴 জাতীয় লিগে ভালো পারফরম্যান্স করলে বিশ্বকাপের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 🔴 সীমিত সময়ের মধ্যে ড্রেন নির্মাণ শেষ না হওয়ায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন শহরবাসী। 🔴 রাহুল গান্ধীর সংসদে চ্যালেঞ্জ: ‘ট্রাম্প যদি মিথ্যা বলে থাকেন, মোদি তা প্রকাশ্যে বলুন’ 🔴 সাবেক আইজিপি ব্যারিস্টার আরমানকে আটকে রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। 🔴 স্থিতিশীল আয়, প্রযুক্তিনির্ভর সেবা ও ইসলামী ব্যাংকিংয়ের শক্ত ভিত গড়ে তুলেছে এক্সিম ব্যাংক 🔴 গরুর গোয়ালঘর গড়ে উঠেছে পবিত্র স্থানে, ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত, তদন্তেও ঢিলেমি। 🔴 ‘জুলাই ঘোষণাপত্র’ সম্পর্কে সর্বশেষ তথ্য জানিয়েছেন মাহফুজ আলম। 🔴 খালেদা জিয়ার জন্য একাধিক ভিসা চেয়ে আবেদন করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। 🔴 আসিফ মাহমুদ বলেছেন, দায়িত্ব হস্তান্তর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হবে। 🔴 এই কারণে নীলা ইস্রাফিল এনসিপির সঙ্গে তার সম্পর্ক শেষ করেছেন। 🔴 খ্যাতির আড়ালে চাপা পড়ে থাকা নিজের অসহায় জীবনের করুণ বাস্তবতা তুলে ধরলেন প্রিয়াংকা। 🔴 সমাজসেবা অধিদপ্তর অনুমোদিত সংগঠনের জমিও রক্ষা পেল না। জাল রেজুলেশন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বিক্রির লোমহর্ষক কাহিনি। 🔴 শাবনূর খুশির খবর জানিয়ে লিখেছেন, “আলহামদুলিল্লাহ”। 🔴 লিটনদের ছক্কার কৌশল শেখাতে যে কোচকে আনছে বিসিবি, তার নাম ঘোষণা করতে চলেছে বোর্ড। 🔴 নিউইয়র্কে আফিয়া সিদ্দিকিকে ‘জাতির কন্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। 🔴 যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। 🔴 ‘ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন’-এই দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে চাপ দিতে সংসদে বিল আনার ঘোষণা দিয়েছে এসএনপি।

গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে আবারো রণবীরের বিরুদ্ধে কটাক্ষ উঠেছে।

প্রতিবেদকঃ অরণ্য প্রতিবেদক
প্রকাশিতঃ ১২:৩১ পিএম, ০৭ জুলাই ২০২৫
গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে আবারো রণবীরের বিরুদ্ধে কটাক্ষ উঠেছে।

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর এবার রামের চরিত্রে অভিনয় করছেন, যা নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনরা তাকে নিয়ে নানা রকম কটাক্ষের মুখে পড়েছেন। বিশেষত রণবীরের গরুর মাংস খাওয়ার বিষয়টি সামনে আসার পর থেকে তাকে রাম চরিত্রে মেনে নিতে নারাজ অনেকেই। একদল দর্শক মনে করছেন, যিনি গরুর মাংস খান, তিনি কীভাবে রামের মতো পবিত্র ও আদর্শ চরিত্রে অভিনয় করতে পারেন? এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম, টুইট ও ফেসবুকে বিভিন্ন রকম মন্তব্য ও ব্যঙ্গাত্মক পোস্ট এসেছে। তবে এই সব সমালোচনার মাঝে একান্তভাবে রণবীরের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় গায়িকা চিন্ময়ী শ্রীপদা। তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, আজকের সময়ে কারা কী খাচ্ছেন সেটা নিয়েই যেন সবচেয়ে বেশি আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়, যা স্বাভাবিক নয়। চিন্ময়ী লেখেন, ‘কে কী খাচ্ছে সেটাই এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমাদের উচিত মানুষকে ব্যক্তিগত জীবন ও পছন্দের জন্য দণ্ডিত করা নয়।’

রণবীর নিজেও একাধিকবার গরুর মাংস খাওয়ার কথা স্বীকার করেছেন। ২০১১ সালের এক সাক্ষাৎকারে তিনি জানান, তার পরিবার পেশোয়ার থেকে আগত। পেশোয়ার অঞ্চলে পেশোয়ারি খাবারের মধ্যে গরুর মাংস, পাঁঠার মাংস এবং পায়া খুবই জনপ্রিয়। তাই নিজেও গরুর মাংস খেতে পছন্দ করেন। তিনি বলেছিলেন, ‘হ্যাঁ, আমি গরুর মাংস খেতে ভালোবাসি।’ এরপর থেকে নানা সময় সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, রামের চরিত্রে অভিনয় শুরুর আগে তিনি নিরামিষ আহার করছিলেন, যাতে চরিত্রের সাথে মানিয়ে যেতে পারেন। তবুও নেটিজেনদের সমালোচনা থামেনি, বরং বাড়তে থাকে। এমনকি সামাজিক মাধ্যমে একটি পোস্টে রণবীর ও অভিনেত্রী সাই পল্লবীর ছবি শেয়ার করে লেখা হয়, ‘গরুর মাংস খাদক ভগবান রামের চরিত্রে অভিনয় করছে, বলিউডের কি অবস্থা।’ এই ধরনের পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। চিন্ময়ী শ্রীপদা সেই পোস্ট নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করে লিখেছেন, ‘ঈশ্বরের নাম করে কোনো বাবাজি ধর্ষক হতে পারে,’ অর্থাৎ মানুষের পছন্দ ও বিশ্বাসকে সম্মান জানানো উচিত। এই নতুন ছবিতে রণবীর কাপুরের বিপরীতে সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এছাড়া লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ। এই ছবিটি ভারতীয় সংস্কৃতির অন্যতম বড় প্রতীক রামায়ণের আধুনিক আঙ্গিকে নির্মিত। তবে এর আগে থেকেই রণবীরের এই চরিত্রায়ন নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক জোরদার হয়েছে।

এদিকে, অনেকেই মনে করছেন, একজন অভিনেতার ব্যক্তিগত পছন্দকে তার অভিনয়ের মাধ্যমে বিচার করা ঠিক নয়। কারণ অভিনয় একটি পেশা, যেখানে শিল্পী বিভিন্ন চরিত্রের মাধ্যমে নানা গল্প উপস্থাপন করেন। তাই রণবীরের গরুর মাংস খাওয়া বা অন্য ব্যক্তিগত বিষয়ে তার অভিনয়ক্ষমতার সঙ্গে কোনো সম্পর্ক থাকা উচিত নয়। সামগ্রিকভাবে বলতে গেলে, রণবীর কাপুরের রামের চরিত্রায়নে সামাজিক প্রতিক্রিয়া মিশ্র। একদিকে সমর্থকরা তার অভিনয় দক্ষতা ও অভিনয়কে নিয়ে ইতিবাচক, অন্যদিকে কিছু মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করছেন। তবে গায়ক চিন্ময়ী শ্রীপদার মত বেশ কয়েকজন তার পাশে দাঁড়িয়ে এই বিতর্কের মধ্যে মানবিকতা ও শ্রদ্ধার কথা বলছেন। ফলে এই বিষয়টি শুধুমাত্র একটি চলচ্চিত্রের চরিত্র নয়, বরং এটি সমাজে ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় অনুভূতি ও সাংস্কৃতিক গ্রহণযোগ্যতার মধ্যে বিরাট দ্বন্দ্বেরও পরিচায়ক হয়ে দাঁড়িয়েছে।

ইয়াদিয়া GT60 ও E8S200 ইলেকট্রিক স্কুটারের আনুষ্ঠানিক হ্যান্ডওভার সম্পন্ন
ইয়াদিয়া GT60 ও E8S200 ইলেকট্রিক স্কুটারের আনুষ্ঠানিক…
গ্রাহকের আস্থা, স্বচ্ছতা ও আধুনিকতায় নতুন দিগন্তের সূচনা
গ্রাহকের আস্থা, স্বচ্ছতা ও আধুনিকতায় নতুন দিগন্তের সূচ…
বাংলাদেশ প্রস্তুত এশিয়া কাপে, নেদারল্যান্ডসের নজর বিশ্বকাপে।
বাংলাদেশ প্রস্তুত এশিয়া কাপে, নেদারল্যান্ডসের নজর বিশ্…
জামায়াত কি ইসলামি দলগুলোর সঙ্গে জোট গঠনে সক্ষম হবে?
জামায়াত কি ইসলামি দলগুলোর সঙ্গে জোট গঠনে সক্ষম হবে?
মাত্র ৯ দিন বাকি থাকতেই প্রিমিয়ার লিগে দলবদলের রেকর্ড গড়লেন।
মাত্র ৯ দিন বাকি থাকতেই প্রিমিয়ার লিগে দলবদলের রেকর্…
যুক্তির আলোকে ২৫ বছর ধরে ‘নৈয়ায়িক’ পথচলা।
যুক্তির আলোকে ২৫ বছর ধরে ‘নৈয়ায়িক’ পথচলা।
আজও ঢাকার বাতাস সহনীয় মাত্রায় রয়েছে।
আজও ঢাকার বাতাস সহনীয় মাত্রায় রয়েছে।
পুরুষদের তুলনায় নারীদের কেন বেশি ঘুম প্রয়োজন হয়?
পুরুষদের তুলনায় নারীদের কেন বেশি ঘুম প্রয়োজন হয়?
এবার ৪৬ বছরের ইমরান তাহিরের ঘূর্ণি জাদুর কাছে নত হতে হলো সাকিবদের।
এবার ৪৬ বছরের ইমরান তাহিরের ঘূর্ণি জাদুর কাছে নত হ…
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটে গেছে লাখো ইসরাইলি।
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটে গেছে লা…
গাজায় ইসরাইলের হামলায় নিহতদের মধ্যে ৮৩ শতাংশই বেসামরিক নাগরিক।
গাজায় ইসরাইলের হামলায় নিহতদের মধ্যে ৮৩ শতাংশই বেসা…
খাদ্য মূল্যস্ফীতির কারণ ব্যাখ্যা করল জিইডি।
খাদ্য মূল্যস্ফীতির কারণ ব্যাখ্যা করল জিইডি।
সব বিদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
সব বিদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্…
খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হ…
৩০ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২৮ হাজার ৮৮৯ কোটি টাকার রেমিট্যান্স।
৩০ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২৮ হাজার ৮৮৯ কোটি টাকা…
আরো পড়ুন »

বলিউড এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।