অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর নীতি ও কৌশলের কারণে মূল্যস্ফীতির হার দ্রুত হ্রাস পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৭ জুলাই) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য তুলে ধরেন।প্রেস সচিব লিখেছেন, অন্তর্বর্তী সরকারের সুপরিকল্পিত নীতি ও সঠিক পদক্ষেপের ফলে সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। ২০২৫ সালের জুন মাসের তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.৪৮ শতাংশে, যা ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় প্রায় ২ শতাংশ পয়েন্ট কম। তিনি আরও উল্লেখ করেন, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে দাঁড়িয়েছে ৭.৩৯ শতাংশে—গত দুই বছরের মধ্যে যা সর্বনিম্ন। একইসঙ্গে, খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতিও কমতির দিকে, এবং আশা করা যাচ্ছে, খুব শিগগির তা আরও হ্রাস পাবে।
এদিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, কমিশন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না; বরং বিভিন্ন রাজনৈতিক দলের মতামত বিবেচনায় নিয়ে সংশোধিত প্রস্তাব উপস্থাপন করছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকায় কমিশন পূর্ব প্রস্তাবের পরিবর্তে নতুন প্রস্তাব দিয়েছে। ড. রীয়াজ আরও বলেন, ভুল বোঝাবুঝি এড়াতে কমিশন অত্যন্ত সতর্কভাবে অগ্রসর হচ্ছে, যাতে সবাই সম্মিলিতভাবে আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে পারে। তিনি মত দেন, এই ইতিবাচক আলোচনার ধারা অব্যাহত রাখতে হবে এবং যতটা সম্ভব বেশি সময় একসঙ্গে কাজ করে আলোচনা দ্রুত শেষ করতে সবার সহযোগিতা প্রয়োজন।