বিশিষ্ট সাংবাদিক ও ডিআরইউ’র সাবেক সভাপতি শামিম আহমদ ইন্তেকাল করেছেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর সাবেক চিফ রিপোর্টার ও সিটি এডিটর শামিম আহমদ। সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মা, চার ভাই, তিন বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে শামিম আহমদ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সংবাদ সংগ্রহে ছিলেন আপসহীন, কলম ছিল নির্ভীক। তার মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। শামিম আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)। সোমবার সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, “সাংবাদিক শামিম আহমদের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার অভাব কোনোভাবে পূরণ হওয়ার নয়।” শোকবার্তায় আরও বলা হয়, “আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।” সাংবাদিক শামিম আহমদের মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংবাদপাঠক মহলে গভীর বেদনাবোধ বিরাজ করছে।