নব্বইয়ের দশকে একজন জনপ্রিয় শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা ফাতিমা সানা শেখ পরবর্তীতে বলিউডে নিজস্ব পরিচয় গড়ে তোলেন, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় পরিচায়ক হয়ে উঠেছে। ‘দঙ্গল’ সিনেমায় গীতা ফোগাটের চরিত্রে তার দারুণ অভিনয়ের পর থেকেই তিনি প্রমাণ করে আসছেন যে শুধুমাত্র গ্ল্যামার নয়, অভিনয়ের গভীরতা দিয়েই তিনি বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বর্তমানে ফাতিমা অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’ এবং নেটফ্লিক্স প্রযোজিত ‘আপ জ্যায়সা কোই’ ছবির সাফল্য উপভোগ করছেন। তবে এই পেশাগত উত্থানের মধ্যেই সম্প্রতি তিনি প্রকাশ্যে এনেছেন নিজের অতীতের এক তিক্ত অভিজ্ঞতা। এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাতিমা জানান, "একবার এক ব্যক্তি আমাকে অশ্লীল ও আপত্তিকরভাবে স্পর্শ করেছিল। আমি সঙ্গে সঙ্গেই তাকে আঘাত করেছিলাম। কিন্তু সে পাল্টা এমনভাবে ধাক্কা দিয়েছিল যে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। মূলত তার অশালীন আচরণের প্রতিবাদেই আমি তাকে মেরেছিলাম, কিন্তু তার প্রতিক্রিয়া ছিল আরও আক্রমণাত্মক।" ফাতিমা আরও বলেন, "এই ঘটনার পর থেকে আমি আরও সতর্ক হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম, এ ধরনের পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, সেটা আমাদের আত্মনিয়ন্ত্রণের মধ্যেই রাখা জরুরি। তবে মজার বিষয় হলো, অন্য কেউ ভুল করলেও প্রতিক্রিয়া কীভাবে দেবো, সেটাও যেন আমাদেরই ভেবে নিতে হয়।"
চলতি জুলাই মাসেই ফাতিমার অভিনীত দুটি রোমান্টিক ছবি-‘মেট্রো ইন দিনো’ এবং ‘আপ জ্যায়সা কোই’-প্রকাশ পেয়েছে। কর্মব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবনের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। বলিউডের গুঞ্জনে শোনা যাচ্ছে, অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তবে ‘আপ জ্যায়সা কোই’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এই বিষয়টি সোজাসাপ্টা উড়িয়ে দেন ফাতিমা সানা শেখ। এই সময় প্রেম ও সম্পর্ক বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে ফাতিমা বলেন, "ভালোবাসার সম্পর্কে সমতা তখনই সম্ভব, যখন উভয়েই একে অপরকে শ্রদ্ধা ও সম্মান করবেন। শুধু শ্রদ্ধা নয়, একে অন্যের কথা মন দিয়ে শুনতে হবে এবং তা অস্বীকার না করে গুরুত্ব দিতে হবে।"