দরিদ্র জনগণের কল্যাণে লুটের টাকা ব্যয়ের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার
লুটপাটের মাধ্যমে সংগ্রহ করা অর্থ সরাসরি দরিদ্র জনগণের কল্যাণে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার (১৯ মে) অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে প্রেস সচিব জানান, ‘প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন একটি বিশেষ ফান্ড গঠনের, যেখানে লুটের অর্থ সংরক্ষিত থাকবে এবং তা একদিকে ডিপোজিটরদের স্বার্থরক্ষায় এবং অপরদিকে দরিদ্র জনগণের উন্নয়নে ব্যয় করা হবে।’
তিনি আরও বলেন, ‘এই অর্থের পরিমাণ বিপুল। একে জাতীয় বাজেট বা অন্য কোনো খাতে যুক্ত না করে সরাসরি দরিদ্র জনগণের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বৈঠকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।
উল্লেখ্য, পতিত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে লুটপাট ও অর্থপাচারের ঘটনায় সংশ্লিষ্ট অর্থ ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিছু উৎস থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পাশাপাশি দেশে সাবেক সরকারের সুবিধাভোগীদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও চলমান। এই বাজেয়াপ্তকৃত অর্থই এবার সরাসরি দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যবহারের ঘোষণা দিয়েছে সরকার।