বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)-এর কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ সোমবার (১৮ মে) রাজধানীর পুরানা পল্টনের একটি অভিজাত হোটেল কনফারেন্স হলে আয়োজিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি মো. রিয়াজুর রহমান রিয়াজ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন দরবেশ। সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবাদিকতার স্বাধীনতাকে টিকিয়ে রাখতে সচিবালয় বিটে দায়িত্ব পালনকারী প্রকৃত সাংবাদিকদের সংগঠিত থাকা আজ সময়ের দাবি। দীর্ঘদিন ধরে কিছু সুবিধাভোগী ও স্বার্থান্বেষী মহল নিজেদের সাংবাদিক পরিচয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টায় লিপ্ত ছিল। এসব অপশক্তির মুখোশ উন্মোচন এবং তাদের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।
তারা বলেন, "ফ্যাসিবাদের দোসররা আজ নতুন রূপে, নতুন মুখোশে আবারও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। সচেতন না থাকলে এরা পুনরায় বিভাজন সৃষ্টি করে সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থেকে আমাদের বিচ্যুত করার চেষ্টা করবে।" নেতারা আরও বলেন, “আমরা যারা সচিবালয়ে রিপোর্টিং করি, তারা জানি এই বিট কতটা স্পর্শকাতর ও দায়িত্বশীল। এখানে কাজ করতে হলে অভিজ্ঞতা, সততা ও পেশাগত নিষ্ঠার বিকল্প নেই। সেই বাস্তবতা বিবেচনায় রেখে জেবস সবসময় প্রকৃত সাংবাদিকদের পাশে থাকবে।” সভায় নেতৃবৃন্দ স্পষ্টভাবে উল্লেখ করেন, সংগঠনের নতুন কমিটি কোনো ধরণের বিভক্তি নয় বরং ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও পেশাগত সংহতি বজায় রাখাই হবে কমিটির প্রধান লক্ষ্য। বক্তব্য পর্ব শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পুনর্গঠিত কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন।
পুনর্গঠিত কমিটি নিম্নরূপ:
সভাপতি: মো. রিয়াজুর রহমান রিয়াজ (ডেইলি ইন্ডাস্ট্রি)
সহসভাপতি: নাসির আল মামুন (আজকের প্রভাত)
মুহা. নূরে আলম (দৈনিক সংগ্রাম)
সাধারণ সম্পাদক: মো. নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক বর্তমান)
যুগ্ম সাধারণ সম্পাদক: অয়ন আহমেদ (প্রতিদিনের চিত্র বিডি ডটকম)
মো. মনিরুল ইসলাম রোহান (দৈনিক নয়া দিগন্ত)
সাংগঠনিক সম্পাদক: মো. রুমাজ্জল হোসেন রুবেল (দৈনিক বাংলার নবকণ্ঠ)
প্রচার সম্পাদক: মো. কামরুল হাসান (চ্যানেল আই)
নারী বিষয়ক সম্পাদক: মরিয়ম বেগম (মানবজমিন)
নির্বাহী সদস্যবৃন্দ: খন্দকার আলমগীর হোসাইন (দৈনিক বর্তমান কথা)
মো. দেলোয়ার হোসেন (দ্য নিউ নেশন)
আল আমিন সেলিম (দৈনিক গণমানুষের আওয়াজ)
নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, সংগঠনের ঐতিহ্য, গৌরব ও দায়িত্বকে সামনে রেখে জেবস তার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে এবং সচিবালয় বিটে কর্মরত প্রত্যেক সাংবাদিকের সম্মান ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবে।