বার্সেলোনায় তখন লিওনেল মেসির পড়ন্ত বিকেল। ক্রমেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন জোরালো হচ্ছে। শৈশবের ক্লাবের হয়ে সম্ভাব্য সব শিরোপা জয় এবং সব রেকর্ড নিজের করে নেওয়ার পর মেসি তখন বার্সেলোনায় এক কিংবদন্তি চরিত্র। সে কীর্তিমানকেই একদিন অনুশীলনে চমকে দিয়েছিলেন লাস পালমাস থেকে বার্সায় নাম লেখানো তরুণ পেদ্রি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্সেলোনার সাবেক ডিরেক্টর রামন প্লেনস শুনিয়েছেন সেই গল্প। ২০২০ সালের জুলাইয়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ক্লাবের হয়ে মাত্র দ্বিতীয় অনুশীলন সেশনে অংশ নিচ্ছিলেন পেদ্রি। সেখানে বল পায়ে তার কারিকুরি দেখে মুগ্ধ হয়েছিলেন খোদ মেসি।
প্লেনসকে ডেকে বলেছিলেন, ‘এই ছেলেকে তুমি কোথায় পেলে!?’
মেসি ২০২১ সালেই বার্সেলোনা ছেড়েছেন। পেদ্রির হাতে দিয়ে গিয়েছিলেন শৈশবের ক্লাবকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার দায়িত্ব। সে কাজটা ঠিকঠাকই করছেন পেদ্রি। ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২০০ ম্যাচে করেছেন ২৬ গোল। তবে বার্সেলোনায় পেদ্রির খেলাকে শুধু গোল আর অ্যাসিস্টের সংখ্যা দিয়ে বিচার করা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না।
চলতি মৌসুমে বার্সেলোনা লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয় করেছে। তিনটি ট্রফি জয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পেদ্রি। গত এপ্রিল তাকে প্রশংসায় ভাসিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেছিলেন, ‘পেদ্রির সীমা ঠিক বলা কঠিন। সে এখন নিজের সেরা ফর্মে রয়েছে। শুধু বল পায়ে থাকলেই নয়, বল না থাকলেও সে দারুণ খেলে।’