চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় হতাহত চার পরিবারের মাঝে ১২ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (১৯ মে) বিকেলে নগরীর বালুছড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম মেট্রো সার্কেল-২ কার্যালয়ে আহত তিনজন এবং নিহত একজনের মায়ের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। চেক হস্তান্তর করেন বিআরটিএ চট্টগ্রাম মেট্রো সার্কেল-২–এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সলিমুল্লাহ। দুর্ঘটনায় আহত রমজান ও জাহেদুলকে তিন লাখ টাকা করে, আহত মোহাম্মদ রমজান আলীকে এক লাখ টাকা এবং নিহত মোস্তাকিনের মা শাহনাজ বেগমকে পাঁচ লাখ টাকার চেক প্রদান করা হয়।
এ সময় উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী জানান, চট্টগ্রাম শহর ও জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবারকে মোট ১২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। গুরুতর আহত রমজান ও জাহেদুলের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা কম, তাই তাদের জন্য তিন লাখ টাকা করে অনুদান নির্ধারণ করা হয়েছে। আহত মোহাম্মদ রমজান আলীকে এক লাখ এবং নিহত মোস্তাকিনের মাকে পাঁচ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।