ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ও পরিবার হারানো এক হাজার ফিলিস্তিনিকে এ বছর বিনামূল্যে হজ পালনের সুযোগ দিয়েছে সৌদি আরব। এ উদ্যোগের যাবতীয় ব্যয় বহন করবেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের স্বজনদের পাশাপাশি যেসব ফিলিস্তিনির পরিবারের সদস্যরা ইসরায়েলি হামলায় আহত হয়েছেন বা বন্দি অবস্থায় আছেন, তাদেরও এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।
চাঁদ দেখা অনুযায়ী, সৌদি আরবে আগামী ৪ বা ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিলিস্তিনি হজযাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে সেবা ও সুবিধা নিশ্চিত করতে প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। এই কার্যক্রম পরিচালনা করবে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনস্থ ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ বিভাগ। এই উদ্যোগ সৌদি আরবের ‘দুটি পবিত্র মসজিদের অতিথি’ প্রকল্পের অংশ, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের জন্য বিশেষভাবে হজ ও ওমরাহর ব্যবস্থা করা হয়ে থাকে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের একটি হঠাৎ হামলার জেরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। প্রতিশোধমূলক হামলায় গাজা বিপর্যস্ত হয়ে পড়ে।
হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। প্রায় পুরো গাজাবাসীই বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এ ছাড়া, গত মার্চ থেকে ইসরায়েল গাজায় খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ায় অঞ্চলটিতে চরম দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।