বলিউড অভিনেত্রী-মডেল উর্রশী রাউতেলা এবার কান উৎসবের লালগালিচায় পা রেখে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন। তার পোশাক নির্বাচন নিয়ে অনুরাগীরা অসন্তুষ্ট ছিলেন। সামাজিক মাধ্যমে পোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আন্তর্জাতিক মঞ্চে ছেঁড়া পোশাকে দেশের প্রতিনিধিত্ব করায় চোটেন নেটিজেনরা। তবে এসবের মাঝেও অভিনেত্রীর মন ভালো নেই। কারণ এই প্রথমবার তিনি মাকে ছাড়া কান চলচ্চিত্র উৎসবে গেছেন। প্রথম দিন থেকে একের পর এক পোশাক সমস্যায় জেরার মুখে উর্বশী রাউতেলা। প্রথম দিন তোতা পাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন তিনি। হাতেও ধরেছিলেন তোতা পাখি। দেখে চক্ষু চড়কগাছ সবার। উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক বিপত্তি পিছু ছাড়েনি অভিনেত্রীর। পোশাক পরিকল্পক নাজা সাদের তৈরি কালো রঙের একটি গাউন পরে মঞ্চে উঠে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তেই বিপত্তি। বাম দিকের বাহুর নিচের অংশ ছেঁড়া। সেটি আবার স্পষ্ট দেখা যাচ্ছে— ব্যস! দেখতে দেখতে অভিনেত্রীর সেই ছবি ও ভিডিও ভাইরাল। শুরু হয় সামাজিক মাধ্যমে হাসাহাসি। ‘ডাকু মহারাজ’ সিনেমায় ‘দাবিড়ি দিবিড়ি’খ্যাত বিতর্কিত অভিনেত্রী মঞ্চে বেশ অস্বস্তির মধ্যে পড়েছিলেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন— কানে ছেঁড়া পোশাক পরা প্রথম ভারতীয়। আবার কেউ লিখেছেন— প্রচারের লোভে শেষে ছেঁড়া পোশাকে কান মঞ্চে উপস্থিত হতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করলেন না অভিনেত্রী।
যাকে নিয়ে এত কথা তিনি কী জবাব দিলেন? এমন প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি। কারণ এখন পর্যন্ত অভিনেত্রীর মুখে কুলুপ। সংবাদমাধ্যম, সামাজিক মাধ্যম— কোথাও কোনো জবাব দেননি উর্বশী রাউতেলা। কিন্তু এসবে তার কোনো ভ্রূক্ষেপ না থাকলেও একটা কারণে অভিনেত্রী ভীষণ মন খারাপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, মায়ের অসুস্থতার কারণেই তাকে কান উৎসবে সঙ্গে নিতে পারেননি তিনি। একটি বড় দুর্ঘটনায় তার মা গুরুতর আহত হন এবং বর্তমানে হুইলচেয়ারে চলাফেরা করছেন। সে কারণে মাকে সঙ্গে নিতে না পারার আক্ষেপ বলে জানান উর্বশী রাউতেলা। অভিনেত্রী বলেন, মা-ই আমার অনুপ্রেরণা। মর্মান্তিক দুর্ঘটনার কারণে তিনি হুইলচেয়ারে আটকে আছেন। কিন্তু এই কঠিন সময়ে মায়ের মনের জোরই আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছে। উল্লেখ্য, চলচ্চিত্র জগতে উর্বশী রাউতেলার পরিবারের কেউ যুক্ত নন। তাই এই যাত্রাপথ তার জন্য মোটেই মসৃণ ছিল না। এই কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন তার মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মাকে সঙ্গে না নিতে পারার জন্য তিনি অনুতপ্ত।