একবার বন্ধ হয়ে আবার শুরু হওয়া আইপিএল এখন শেষের দোরগোড়ায়। লিগ পর্বে এখনও কয়েকটি ম্যাচ বাকি থাকলেও শেষ চারের তিনটি দল প্রায় নিশ্চিত, আর একটি জায়গার জন্য চলছে প্রতিদ্বন্দ্বিতা। বাকি দলগুলো ইতিমধ্যে বিদায় নিয়েছে। এমন সময় নিয়মে এসেছে পরিবর্তন—একটি এমন নিয়ম, যা আগে কার্যকর হলে কলকাতা নাইট রাইডার্স হয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ত না। নতুন নিয়মটি বৃষ্টি ঘিরে। লিগের শেষ দিকে হায়দ্রাবাদ ও কলকাতার কিছু ম্যাচ স্থানান্তর করা হয়েছে অন্য ভেন্যুতে। কারণ, সম্প্রচারকারী সংস্থা ও খেলোয়াড়দের আশঙ্কা ছিল—বৃষ্টির কারণে ওই অঞ্চলের ম্যাচ বাতিল হতে পারে, যা পয়েন্ট টেবিলে জটিলতা তৈরি করতে পারে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে আইপিএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় নতুন নিয়ম চালুর। এখন থেকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে অতিরিক্ত ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। সাধারণত শুধু কোয়ালিফায়ার ম্যাচগুলোতেই এই বাড়তি সময় রাখা হতো, তবে এবার বৃষ্টির আশঙ্কায় তা গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতেও কার্যকর হবে। এর মাধ্যমে অন্তত ৫ ওভার করে খেলা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এই পরিবর্তিত নিয়মেই অসন্তুষ্ট শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিছুদিন আগে কেকেআর ও আরসিবির একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ম্যাচটি পরিত্যক্ত না হয়ে সম্পূর্ণ হলে কেকেআরের শেষ চারে ওঠার সম্ভাবনা টিকে থাকত। কলকাতা মনে করছে, নতুন নিয়মটি যদি আগেই চালু করা হতো, তাহলে তারা উপকৃত হতো। এখন এই সময় এসে নিয়মটি তাদের কোনো কাজে আসছে না। এ নিয়ে অসন্তোষ জানিয়ে কেকেআর বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছে।