ঈদুল আজহা উপলক্ষে বাজারে আসছে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। এবার এসব নোটে থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি—ফেরত আসছে পূর্বের পরিচিত নকশা ও ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রতীকী গ্রাফিতি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাঁকশাল) ইতোমধ্যেই নতুন নোট ছাপার কাজ শুরু করেছে। ছাপার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, "ঈদের আগেই নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।" নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রথম ধাপে ছাপা শেষ হয়েছে ২০ টাকার নোটের। আগামী সপ্তাহেই এই নোট বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। পরের সপ্তাহে হস্তান্তর করা হবে ৫০ ও ১০০০ টাকার নোট। ঈদের আগে সীমিত সংখ্যক নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখায় পৌঁছে দেওয়া হবে নতুন নোট। পরে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে ছাড়ার কাজ শুরু হবে। তবে এবার নতুন নোটের চাহিদা অনেক বেশি হলেও, ছাপা হচ্ছে তুলনামূলক কম পরিমাণে। উল্লেখ্য, গত ঈদুল ফিতরের আগে বঙ্গবন্ধুর ছবি যুক্ত নোট নিয়ে বিতর্কের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক নোট বিনিময়ের কার্যক্রম স্থগিত করে। গত ১০ মার্চ সব ব্যাংককে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়, নতুন নোট বিনিময় বন্ধ রেখে শাখাগুলোতে সংরক্ষণ করতে। এর ফলে বাজারে পুরোনো ও ছেঁড়াফাটা নোটের আধিক্য দেখা দেয়। এবার নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে আগের নকশা ফিরিয়ে আনার সিদ্ধান্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।