সাকিব আল হাসানের খারাপ সময় যেন কাটছেই না। যদিও এই দুঃসময় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের জয়যাত্রাকে এতদিন থামাতে পারেনি, এবার হলো ব্যতিক্রম। নিজেদের মাঠে গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সের বিপক্ষে বড় পরাজয়ের মুখ দেখল দলটি। বলা যায়, ৪৬ বছর বয়সী ইমরান তাহিরের ঘূর্ণিতেই গুঁড়িয়ে গেছেন সাকিবরা। মাত্র ২১ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছেন এই লেগস্পিনার, যা তার ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্সও বটে। এর ফলে ২১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অ্যান্টিগা অলআউট হয় ১২৮ রানে, ম্যাচ হারে বিশাল ব্যবধানে-৮৩ রানে। সাকিবের খারাপ সময় চলমান এই ম্যাচেও অব্যাহত থাকে। ব্যাট হাতে খেলেছেন মাত্র ৭ বল, করেছেন একটি ছক্কায় ৮ রান। আর ঠিক সেখানেই শুরু হয় ইমরান তাহিরের শিকার ধরা। পাওয়ারপ্লের পর বল হাতে নেমেই তিনি ফিরিয়ে দেন সাকিবকে। এরপর একে একে ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মির ও ওবেদ ম্যাকয়কে সাজঘরে ফেরান তিনি।
এর আগে অবশ্য ফ্যালকনসের টপ অর্ডার ইঙ্গিত দিয়েছিল বিশাল লক্ষ্য তাড়া করে ফেলার। রাকিম কর্নওয়াল ইনিংসের শুরুতে মাত্র ৩ বলে একটি ছক্কা ও একটি চার মেরে করেন ১০ রান। অন্য ওপেনার জুয়েল অ্যান্ড্রু খেলেন ৬ বলে ১৩ রানের ছোট ইনিংস। চলতি সিপিএলে ফ্যালকনসের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার কারিমা গোরও আজ রান করেন, দলের সবার চেয়ে ভালো পারফর্ম করেন তিনি। মাত্র ১৪ বলে করেন ৩১ রান। এর ফলেই পাওয়ারপ্লেতেই দল তুলেছিল ৭৭ রান। কিন্তু এরপরই নামেন অভিজ্ঞ ইমরান তাহির, আর তাতেই বিপর্যয়। তার দুর্দান্ত বোলিং আক্রমণে ১৫.২ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় সাকিবের দল, বড় ব্যবধানেই হেরে বসে তারা। এর আগে ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করে গায়ানা অ্যামাজন ওয়ারিওর্স। শেই হোপ খেলেন ৫৪ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস। শিমরন হেটমায়ার করেন ২৬ বলে বিধ্বংসী ৬৫ রান এবং রোমারিও শেফার্ড ঝড় তোলেন মাত্র ৮ বলে ২৫ রান করে। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে দল দাঁড় করায় ২১১ রানের পাহাড়সম সংগ্রহ।
অ্যান্টিগাকে আগের ম্যাচে জেতানো শামার স্প্রিঙ্গার আজ ছিলেন একেবারেই ব্যর্থ। ৪ ওভার বল করে খরচ করেছেন ৬১ রান, যা অ্যান্টিগার হয়ে এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। তবে সাকিবের ওপর ব্যাটাররা খুব বেশি ঝড় তুলতে পারেননি। তিনি মাত্র ২ ওভার বল করেন, দেন ১৬ রান। যদিও এতে দলের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি, শেষ পর্যন্ত তাদের হেরেই ফিরতে হয়েছে বড় ব্যবধানে। চলতি আসরে এটি সাকিবের দলের দ্বিতীয় হার। ৫ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে দুটি ম্যাচে, আরেকটি ম্যাচ টস হওয়ার আগেই বৃষ্টিতে ভেসে গিয়েছে।