গুম প্রতিরোধে বহু প্রতীক্ষিত অধ্যাদেশসহ বিচার ও মানবাধিকারসংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, ১ ডিসেম্বর রাত ১১টায় গুম প্রতিরোধ অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যা মানবাধিকার নিশ্চিতের পথে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক।
সোমবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য তুলে ধরেন। পোস্টে ড. আসিফ নজরুল আরও জানান, কয়েকদিন আগে বিচার বিভাগকে আরও স্বাধীন ও কার্যকর করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়েছে—যা বিচার বিভাগের কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি আরও জানান, আসন্ন কয়েকদিনের মধ্যেই মানবাধিকার কমিশন আইনেও আরেকটি সংস্কার চালু করা হবে।
ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা উল্লেখ করেন, বিচার বিভাগীয় সংস্কারের যে বিস্তৃত লক্ষ্য সরকার নির্ধারণ করেছিল, তার প্রায় ৯০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।
তার মতে, ভবিষ্যতে নির্বাচিত সরকারগুলো যদি আন্তরিকতার সঙ্গে এসব আইন বাস্তবায়ন ও ধারাবাহিকতা বজায় রাখে, তবে আগামী দিনের বাংলাদেশ আরও মানবাধিকারবান্ধব ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে এমনটাই তাদের প্রত্যাশা