বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি এবং তার চলমান চিকিৎসা-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, ওই দিন দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার বর্তমান চিকিৎসাবস্থা সম্পর্কে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এদিকে এর আগের দিন, সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। তারা সেখানে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টিমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কোনো বক্তব্য দেননি।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তাকে হাসপাতালে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসার বিভিন্ন ধাপ এখনো চলমান রয়েছে।