বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়ী করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, খালেদা জিয়া কখনো দেশের মাটি, জনগণ বা স্বাধীনতার সঙ্গে আপস করেননি। এজন্যই তিনি সব সময় মানুষের ভালোবাসা পেয়েছেন এবং সেই ভালোবাসার প্রকাশ এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি মনে করিয়ে দেন, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়া সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন যেন দেশে রাজনৈতিক সহিংসতা না ঘটে। অথচ যারা তখন সহিংসতা ছড়িয়ে এই ব্যবস্থার দাবি তুলেছিল, পরে ক্ষমতায় এসে তারাই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। রিজভীর অভিযোগ, জনগণের ওপর আস্থা না রেখে নিজের সিদ্ধান্ত অনুযায়ী দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা এবং তার কারণেই খালেদা জিয়া আজ অসুস্থতা নিয়ে লড়ছেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, দেশের কোটি মানুষের দোয়ায় খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবেন। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করার কারণেই তিনি শুধু বিএনপির কাছে নয়, পুরো জাতির কাছে প্রিয় হয়ে উঠেছেন। তাই সবাই এখন তার সুস্থতা কামনায় দোয়া করছে।
রিজভী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে মিথ্যা মামলার মাধ্যমে কারাবন্দি করা হয়েছিল।
এসময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি সয়াবিন তেলের বাড়তি দাম প্রত্যাহারের আহ্বান জানান এবং জনগণের কষ্ট বাড়ায় এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকার অনুরোধ করেন।