যুগপৎ আন্দোলনে এক কাতারে থাকলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে ভোটের জোট বা আসনভিত্তিক কোনো সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার পরিষদ। নুরুল হক নুরের নেতৃত্বাধীন দলটি নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলটির মুখপাত্র হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
নিজের ফেসবুক পোস্টে হাসান আল মামুন জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না গণঅধিকার পরিষদ। দলের শীর্ষ নেতাদের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোট সংক্রান্ত আলোচনা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হবে।
এদিকে বিকেলে দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এক ফেসবুক পোস্টে জানান, দুই সিটে আসন সমঝোতায় বিএনপির সঙ্গে যাচ্ছে না গণঅধিকার পরিষদ। দলীয় প্রতীক ট্রাক নিয়ে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল গণঅধিকার পরিষদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে দলটির ভোটের জোট হওয়ার গুঞ্জন দীর্ঘদিন ধরে থাকলেও শেষ পর্যন্ত সে অবস্থান থেকে সরে এসেছে দলটি।