ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং দেশজুড়ে সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এ কর্মসূচি শুরু হবে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ মহাসমাবেশে সারা দেশ থেকে ১০ লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বার্ষিক সদস্য সম্মেলনের আয়োজন করছে ছাত্রশিবির। ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা জানান, আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, দেশব্যাপী চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতেই ৩ জানুয়ারির এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া জামায়াতের অন্যান্য নেতারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, মানুষের জানমালের নিরাপত্তাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এই মহাসমাবেশে বিশেষ গুরুত্ব পাবে।