আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান-এর জন্য আসন ছেড়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ এবং রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য বিএনপি আরও সাতটি আসন ছেড়ে দিয়েছে। এসব আসনে বিএনপি নিজস্ব প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে।
শরিকদের জন্য ছাড় দেওয়া আসনগুলো হলো ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) এর মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।
এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে প্রার্থী হবেন বলেও ঘোষণা দেওয়া হয়।