আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী, জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল-হাবীবের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আলী হোসেন বলেন, তাকে ও আরও কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আজ ফরম নিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই নেবেন।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে আসনটি বিএনপি তাদের জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর জন্য ছেড়ে দেয়। ফলে ওই আসনে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জোট প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপির মতো বড় দলকে তাদের ভালো-মন্দ নিজেরাই বুঝতে হয়। জমিয়তে উলামায়ের সঙ্গে জোট থাকায় আসন না দিলে জোট টিকত না, তাই দল বাধ্য হয়েই আসন দিয়েছে।
স্বতন্ত্রভাবে নির্বাচন করলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে দল নিশ্চয়ই নেবে। এতে তার কিছু করার নেই।