ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বুধবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচনী প্রচারণা কমিটির সমন্বয়ক ও বরিশাল জেলা ও মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মেরিন প্রকৌশলী সুজন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা, জেলা ও মহানগর শাখার সদস্য সচিব প্রকৌশলী জি এম রাব্বী, মেরিন প্রকৌশলী আজাদ সজীব ও রাজীব খান।
মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “৫৪ বছর ধরে চলে আসা ভুল রাজনীতির বাইরে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেটি কতটা গ্রহণযোগ্য—তা বাবুগঞ্জ ও মুলাদীর মানুষই নির্ধারণ করবেন।”
তিনি আরও বলেন, “নতুন রাজনীতির পক্ষে জনগণের সমর্থন কতটা রয়েছে, তা ভোটের মাধ্যমেই স্পষ্ট হবে। জনগণ যে রায় দেবেন, আমি তা মাথা পেতে নেব।”
ফুয়াদ আরও বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য বড় বড় প্রতিশ্রুতির প্রয়োজন নেই। সন্ত্রাস, চাঁদাবাজি ও রাজনৈতিক দ্বন্দ্বমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলেই এই এলাকা দেশের অন্যতম উন্নত ও শান্তিপূর্ণ অঞ্চলে পরিণত হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, বরিশালকে দূষণমুক্ত ও বাসযোগ্য করে গড়ে তুলতে রাজনৈতিক ঐক্য ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।