দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্বাগত জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল।
বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে দৈনিক যুগান্তরের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন,
“আবার স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।”
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা সারজিস আলমও তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত বাস্তবতা ও নানা রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে তিনি আজ দেশে ফিরছেন। ২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।”
তিনি আরও লেখেন, দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে ভবিষ্যতের রাজনৈতিক পথচলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তার ভাষায়,
“গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব—এই প্রত্যাশাই রইল।”
এর আগে জানা যায়, তারেক রহমান আজ দুপুরে ঢাকায় পৌঁছান। এরপর তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় যান এবং সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে যান।