রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন একটি গবেষণা সংস্থার জরিপে উঠে এসেছে, দেশটির অধিকাংশ নাগরিক মনে করছেন ইউক্রেনে চলমান যুদ্ধ ২০২৬ সালের মধ্যে শেষ হতে পারে।
বুধবার প্রকাশিত এ জরিপে বলা হয়, যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়ার জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে এমন এক সময়ে, যখন রণক্ষেত্রে রুশ বাহিনীর অগ্রগতি অব্যাহত রয়েছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে।
রাশিয়ার শীর্ষ জনমত জরিপ সংস্থা ভিটিএসআইওএম জানায়, চলতি বছরের শেষ পর্যায়ে পরিচালিত এই জরিপে ভবিষ্যৎ নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ও প্রত্যাশা মূল্যায়ন করা হয়। জরিপে অংশ নেওয়া নাগরিকদের একটি বড় অংশ ভবিষ্যৎ নিয়ে তুলনামূলকভাবে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন।
সংস্থাটির উপপ্রধান মিখাইল মামোনভ জানান, জরিপে অংশ নেওয়া প্রায় ১ হাজার ৬০০ জনের মধ্যে ৭০ শতাংশ মনে করেন ২০২৬ সাল রাশিয়ার জন্য ইতিবাচক হবে। একই সঙ্গে ৫৫ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, ওই বছরেই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটতে পারে।
মস্কো সরকার ইউক্রেনে চলমান সামরিক অভিযানে “বিশেষ সামরিক অভিযান” শব্দটি ব্যবহার করে আসছে। মামোনভ বলেন, রুশ সেনাবাহিনীর অগ্রগতি, কিয়েভের প্রতি ওয়াশিংটনের আর্থিক ও সামরিক সহায়তা হ্রাস এবং ইউরোপীয় দেশগুলোর সীমিত সক্ষমতা সব মিলিয়ে একটি রাজনৈতিক সমাধানের পথ উন্মুক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
তার মতে, এসব বাস্তবতা যুদ্ধের অবসান ঘটিয়ে একটি সমঝোতার দিকে এগোনোর সম্ভাবনা বাড়াচ্ছে।