ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী জনসচেতনতা তৈরির অংশ হিসেবে ময়মনসিংহে শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান কার্যক্রম। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে পৌঁছে কার্যক্রম শুরু করে সুপার ক্যারাভান। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম শিল্পী ও কলাকুশলীদের স্বাগত জানান। প্রয়োজনীয় সাউন্ড সিস্টেম ও মঞ্চ প্রস্তুতির পর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনা চলে। শীতের সকালেও সার্কিট হাউজ এলাকায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে তরুণ শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। পাশাপাশি এলইডি পর্দায় প্রচার করা হয় নির্বাচন বিষয়ক সচেতনতামূলক ভিডিও। ‘আমারই দেশ সব মানুষের’, ‘তীরহারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে’সহ জনপ্রিয় গানগুলো দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানস্থলে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক একটি উন্মুক্ত মতামত বোর্ড ও জনমত বাক্স স্থাপন করা হয়। সেখানে দর্শনার্থীরা নিজেদের মতামত লিখে অংশ নেন। তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠান শেষে শাহিনুর আলমের তত্ত্বাবধানে ভোটের গাড়ি ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশে যাত্রা করে। জেলা তথ্য অফিস সূত্র জানায়, আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় এই ভ্রাম্যমাণ সুপার ক্যারাভান কার্যক্রম চলবে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ১০টি ভ্রাম্যমাণ সুপার ক্যারাভানের মাধ্যমে জনগণের দোরগোড়ায় গিয়ে ভোটাধিকার ও গণতন্ত্রের বার্তা পৌঁছে দেওয়া হবে।