বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দলের নেতাকর্মীরা। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালী থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে গেলে দুর্ঘটনাটি ঘটে।
আহতরা সবাই নোয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর সমর্থক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল খান জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী বাসটি বাগমারা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের ডিভাইডারে উঠে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে অংশ নেন।
তিনি আরও জানান, আহতদের মধ্যে ২২ জনকে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।