রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি জোরালো হচ্ছে। এ বিষয়ে আজ রোববার বক্তব্য দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন, বিষয়টির আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করছে অন্তর্বর্তী সরকার। পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে। এই সিদ্ধান্তের পেছনে কী আইনি ভিত্তি রয়েছে, সেটি আমরা দেখছি।’
তিনি আরও বলেন, ‘কোন যুক্তিতে মুস্তাফিজকে মানা করা হচ্ছে-এটা গুরুত্বপূর্ণ। খেলার কোনো যুক্তিতে মানা করা হলে সেটি এক বিষয় ছিল। কিন্তু যে যুক্তিতে তাকে বাদ দেওয়া হয়েছে, সেই যুক্তি আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। সে কারণেই আমাদের একটি প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেই জায়গায় আমাদেরও একটি অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করছি। এরপরই আমরা একটি পদক্ষেপ গ্রহণ করব।’
তবে তিনি স্পষ্ট করে জানান, এই ইস্যুর কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।