দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ রোববার প্রথমবারের মতো এজলাসে বসেছেন জুবায়ের রহমান চৌধুরী। এ উপলক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট প্রসঙ্গ উঠে আসে আইনজীবীদের বক্তব্যে। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরশাদুর রউফ বলেন, সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত।
তিনি বিচার বিভাগকে সিন্ডিকেটমুক্ত করতে শুদ্ধি অভিযান পরিচালনার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান।
পরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, অনেক আইনজীবী বিচারিক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিচার বিভাগ দুর্নীতিমুক্ত না হলে মামলার জট কমানো সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এরপর বক্তব্য দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচার বিভাগের দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, মামলার জট নিরসনে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে তিনি আইনজীবীদের ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন জুবায়ের রহমান চৌধুরী।