কুমিল্লা–৪ আসনের জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে।
বৃহস্পতিবার সকালে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে শহীদ হাদির মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা দেখেছি ছয় মাসের দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে হাদি ভাইকে হত্যা করা হয়েছে। ভারত থেকে তাদের পোষ্টিং দেওয়া হয়েছিল এবং মিশন শেষ হওয়ার পর আবার ভারতে নিয়ে যাওয়া হয়। প্রকাশ্যে দিবালোকে ওসমান হাদিকে হত্যা করা হলেও দেশের অন্তর্বর্তীকালীন সরকারের অথর্ব প্রশাসন, অথর্ব বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী এখনো প্রধান আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।”
তিনি জনতার উদ্দেশ্যে বলেন, “আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন দুটি পক্ষ স্পষ্ট। একটি গোলামির পক্ষ, আরেকটি আজাদী বা স্বাধীনতার পক্ষ। আমরা অবশ্যই ইনসাফ ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেবো। দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা দৃঢ় অবস্থানে থাকবো।”
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “যারা ঋণ খেলাপি হয়ে বিদেশে নিজের সন্তানদের পড়াশোনা করায়, আমরা সেই ঋণ খেলাপিদের বিরুদ্ধেও অবস্থান নেবো। জনগণের টাকা লুট করে জনসেবা করার কোনো দরকার নেই। প্রয়োজনে ভিক্ষা লাগলে জনগণের কাছে আসুন-আমরা ভিক্ষা তুলে সেই টাকা পরিশোধের চেষ্টা করবো।”
তিনি বলেন, “আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু ইনসাফের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।”
দোয়া অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।