জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে আইন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান আইন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। সে কারণে তাদের দায়মুক্তি পাওয়ার অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে যোদ্ধারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিল, সে বিষয়গুলো বিবেচনায় নিয়েই দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন দেখা দিয়েছে।
আইন উপদেষ্টা জানান, এই প্রক্রিয়াটি সংবিধান ও আইনের সঙ্গে সাংঘর্ষিক নয় এবং দায়মুক্তি অধ্যাদেশটি আইনগতভাবেই বৈধ।