উত্তর কোরিয়ার শীর্ষ নেতা Kim Jong-un-এর উত্তরসূরি নির্বাচন নিয়ে প্রথমবারের মতো দেশটির একটি রাষ্ট্রীয় ম্যাগাজিনে আলোচনা প্রকাশিত হয়েছে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপত্র হিসেবে পরিচিত ‘গুনরোজা’ ম্যাগাজিনের মার্চ ২০২৫ সংখ্যায় এ বিষয়ে একটি বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়, যা সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের নজরে আসে।
পিয়ংইয়ং সাধারণত কিম পরিবারের উত্তরসূরি প্রশ্নে আগাম কোনো প্রকাশ্য আলোচনা করে না। এ কারণে রাষ্ট্রীয় ম্যাগাজিনে এ ধরনের লেখা প্রকাশকে অত্যন্ত বিরল ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নিবন্ধে বলা হয়েছে, রাষ্ট্রপ্রধান জীবিত থাকা অবস্থায় জনগণের আস্থা ও দলের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে একজন উত্তরসূরি মনোনীত করা অত্যন্ত জরুরি। এটিকে দেশের রাজনৈতিক নেতৃত্ব ও স্থিতিশীলতা বজায় রাখার একটি কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যদিও নিবন্ধে কিম জং উনের কন্যা জু-আয়-এর নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে তার সরব উপস্থিতি এবং তাকে ‘সম্মানিত সন্তান’ হিসেবে অভিহিত করার ঘটনা উত্তরসূরি নিয়ে জল্পনাকে আরও জোরালো করেছে।
বর্তমানে ৪২ বছর বয়সী কিম জং উন ২০১১ সালে তার বাবা কিম জং ইল-এর মৃত্যুর পর উত্তর কোরিয়ার শাসনভার গ্রহণ করেন। উত্তর কোরিয়ার ইতিহাসে এটি হবে চতুর্থ প্রজন্মের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, রাষ্ট্রীয় গণমাধ্যমে উত্তরসূরি নির্বাচনের তাত্ত্বিক প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হওয়ার অর্থ হলো কিম পরিবার ক্ষমতার পরবর্তী ধাপ নিয়ে সক্রিয়ভাবে ভাবতে শুরু করেছে। সাম্প্রতিক বছরগুলোতে কিম জং উনের কিশোরী কন্যা জু-আয়ের সামরিক মহড়া ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাবার সঙ্গে উপস্থিত থাকার বিষয়টিও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।