দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়।
এর আগে গত ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
ফজলুল হক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এবং গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে নির্বাচন কমিশন তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত তথ্য ও প্রক্রিয়াকে গ্রহণযোগ্য মনে করেনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আর মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এসব শুনানিতে দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বক্তব্য উপস্থাপন করবেন।