নির্বাচন সামনে রেখে দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি, যা নির্বাচনকে ঘিরে উদ্বেগজনক।
সোমবার ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা খুব উদ্বিগ্ন। সরকারের ব্যর্থতার কারণে এখন পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধার করা যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও প্রত্যাশিত পর্যায়ে উন্নত হয়নি। আমরা মনে করি, দ্রুতই এই পরিস্থিতির উন্নতি হওয়া দরকার।”
নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি জনগণের কাছে যাচ্ছে এবং জনগণের সঙ্গেই আছে। তিনি দাবি করেন, দেশের গণতান্ত্রিক অগ্রগতির বড় অর্জনগুলো বিএনপির হাত ধরেই এসেছে।
তিনি বলেন, “এ দেশে যা কিছু ভালো হয়েছে, তার পেছনে বিএনপির ভূমিকা রয়েছে। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা—সবকিছুই বিএনপির অবদান।”
সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমানে যে সংস্কারগুলো গ্রহণ করা হয়েছে, সেগুলো সংস্কার কমিশনের মাধ্যমে এসেছে এবং সেখানে বিএনপির প্রতিনিধিত্ব রয়েছে। তার ভাষায়, বিএনপি একটি গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক দল।
ক্রিকেট ইস্যুতে তিনি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক রাজনীতি জড়িত রয়েছে এবং দেশের সম্মানের প্রশ্নও আছে। “আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এটি শুধু একজন খেলোয়াড়ের নয়, পুরো দেশের অপমান,” বলেন তিনি।
তবে একই সঙ্গে তিনি মত দেন, ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত এবং ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে বিএনপি একমত।
ভারত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পারস্পরিক সম্মান বজায় রেখেই দুই দেশের মধ্যে সব ধরনের দাবি আদায়ের চেষ্টা করা হবে। তিনি বলেন, “আমরা যদি ভালো আচরণ করি, তাহলে তাদের বিরূপ আচরণও কমে আসবে।”