ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্দিষ্ট কয়েকটি শ্রেণি ছাড়া সব করদাতার জন্য এবার ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে।
এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা বাধ্যতামূলক ই-রিটার্নের আওতার বাইরে থাকবেন। তবে এ ছাড়া সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ই-রিটার্ন ব্যবস্থা (www.etaxnbr.gov.bd
) উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ইতোমধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।
প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক না হলেও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী স্বেচ্ছায় এই সেবা গ্রহণ করছেন। পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে ই-মেইলের মাধ্যমে ওটিপি ও রেজিস্ট্রেশন লিঙ্কের সাহায্যে তারা রিটার্ন দাখিল করছেন। এখন পর্যন্ত প্রায় ৫ হাজার প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন এবং ৩ হাজার ৩০০ জন বিদেশে অবস্থান করেই আয়কর পরিশোধসহ রিটার্ন দাখিল করেছেন।
এনবিআর জানিয়েছে, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কর ব্যবস্থাপনাকে সহজ ও স্বচ্ছ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ধরনের জরিমানা এড়াতে ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য করদাতাদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।