পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেটকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
একই সঙ্গে পাবনা-১ ও পাবনা-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনের শুনানিও ওই দিন অনুষ্ঠিত হবে।
বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দুটি বিষয়ের শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।
আদালতে শুনানির সময় নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অপরদিকে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান এ (আবদুল্লাহ) সিদ্দিকী।
এর আগে পাবনা-১ ও পাবনা-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। আবেদনে নির্ধারিত সময়ে ওই দুই আসনে নির্বাচন ও নির্বাচনী কার্যক্রম শুরু করার নির্দেশনা চাওয়া হয়েছে।
গত মঙ্গলবার পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এই আবেদন করেন।