নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক-কে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামুনুল হকের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।