রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর নির্বাচনি অফিসে গুলির ঘটনা ঘটেছে।
বুধবার সকালে ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত এনসিপির একটি সাংগঠনিক অফিসে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন দলের মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
তিনি জানান, সকালে অফিসে গুলির শব্দ শোনা যায়। কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। হামলার সময় অফিসে থাকা ব্যানার, ফেস্টুন এবং আহ্বায়কের ছবি ভাঙচুর করা হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে হামলার উদ্দেশ্য ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।