ঋণখেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী-র নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
একই সঙ্গে ঋণখেলাপির তালিকা থেকে মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত রেখে চেম্বার আদালতের আগের আদেশ বহাল রাখা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করা আইনজীবী বিভূতি তরফদার বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করায় তিনি আর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হন না।
অন্যদিকে মুন্সীর আইনজীবী সাইফুল্লাহ মামুন বলেন, তারা স্টে ভ্যাকেট চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছিলেন। আদালত বিষয়টি আপিল বেঞ্চে না পাঠিয়ে হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দেন। তার দাবি, ঋণ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং নির্বাচন করতে এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত মুন্সীর মনোনয়ন চ্যালেঞ্জ করা হয়নি। তবে এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে আপিল করা হয়েছে, পাশাপাশি তারাও আপিল করেছেন। বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি পরবর্তী শুনানিতে নির্ধারিত হবে।
এর আগে গত ৮ জানুয়ারি ঋণখেলাপির তালিকা থেকে মুন্সীর নাম বাদ দিয়ে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন চেম্বার আদালত। পরে সেই আদেশ প্রত্যাহারের আবেদন করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।