ইতিহাসের পাতায় লজ্জার আরেকটি অধ্যায়, আত্মসমালোচনায় লিটন দাস
আরব আমিরাতের বিপক্ষে প্রথম সিরিজ হার বাংলাদেশ দলের। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো আরেকটি অপ্রত্যাশিত ও লজ্জাজনক পরাজয়ের কাহিনি। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল প্রথমবারের মতো আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো। বুধবার রাতে আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে আত্মবিশ্বাসী আমিরাতের ব্যাটসম্যানরা কোনো চাপ ছাড়াই লক্ষ্য ছুঁয়ে ফেলে, হারায় মাত্র তিনটি উইকেট।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস আত্মসমালোচনায় মুখর হন। তার অকপট স্বীকারোক্তি, ‘অবশ্যই আমরা যথেষ্ট ভালো খেলিনি। এই উইকেটে আরও বড় সংগ্রহ দরকার ছিল। ব্যাটিংয়ে ভুল করেছি, যা আমাদের হারিয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই সিরিজ থেকে আমাদের শিখতে হবে। প্রতিপক্ষ মাঝেমধ্যে দুর্দান্ত খেলবে—আজকে আমিরাত সেটাই করেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে।’ শুধু ব্যাটিং ব্যর্থতা নয়, শিশিরের প্রভাবেও বোলিংয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ, জানান লিটন। তবে তরুণদের পারফরম্যান্সে আশার আলো দেখছেন তিনি। ‘ইমন, তানজিদ ভালো সূচনা দিয়েছে। হৃদয় ও জাকেরও রান পেয়েছে কিছু ম্যাচে। মাঝের ওভারে বোলাররাও ভালো করেছে। ভবিষ্যতে এসব অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।’ প্রতিপক্ষ আমিরাতের প্রশংসা করতেও কার্পণ্য করেননি টাইগার অধিনায়ক। ‘তারা সাহসী ও স্থিরতায় ব্যাটিং করেছে। আমাদের শুরুতে চাপে ফেলে দেয়, যা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।’
এই পরাজয় শুধু একটি সিরিজ হার নয়, বরং বড় এক সতর্কবার্তা—বিশ্ব ক্রিকেটে আর কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। এখনই সময় আত্মসমালোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের ঘুরে দাঁড়ানোর। তা না হলে সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা।