যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প তার পোস্টে একটি ছবি প্রকাশ করেন, যেখানে লেখা ছিল—“২০২৬ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আসীন হয়েছেন।” এ ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এর আগে, গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে। যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে। বর্তমানে তারা নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন।
ওই সামরিক অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
ভেনেজুয়েলা তেলসমৃদ্ধ দেশ হওয়ায়, মাদুরো দম্পতি আটক হওয়ার পর ট্রাম্প প্রশাসন জানায়—ভেনেজুয়েলার তেলসম্পদ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরে বলেন, অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলসম্পদ নিয়ন্ত্রণ করবে এবং দেশটির সরকার সংস্কারেও সক্রিয় ভূমিকা রাখবে। উপযুক্ত সময়ে তেলের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, মাদুরো আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে। দেশটির সেনাবাহিনীও তাকে সমর্থনের ঘোষণা দেয়।
দায়িত্ব গ্রহণের পর ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। ঠিক এই প্রেক্ষাপটেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন।